Dhaka ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জিয়াউদ্দিন আলমের ভাঙ্গা সংসার

3

ভার্সেটাইল অভিনেত্রী অহনা রহমান। নিজেকে পর্দায় দারণভাবে মেলে ধরেছেন তিনি। ভিন্ন ধাচের চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাশেদ সীমান্ত। দুই জন্য কাজ করছেন জুটি বেধে একের পর এক ভালো নাটক উপহার দিয়ে যাচ্ছেন ।  কাজ করছেন চ্যালেঞ্জিং সব চরিত্রে তারা দুইজনই। অহনার ইচ্ছা নিজেকে ভিন্নভাবে দর্শকের সামনে মেলে ধরার। তেমনি একটি নাটক ‘ভাঙ্গা সংসার” । এজি পাম্প নিবেদিত ‍জান্নাতার ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলম এর পরিচালনায় ভাঙ্গা সংসার নাটকটি আগামীকাল  বুধবার (২৩ এপ্রিল) বিকেলে  লেজার ভিশনের ইউটিউব  চ্যানেলে রিলিজ হবে।

নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। এই নাটকে শ্বশুর বাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

‘ভাঙ্গা সংসার”পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘নাটকটিকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের পারিবারিক জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। তবুও সমাজে অনেক সময় আমরা নানা নির্যাতনের খবর পেয়ে থাকি। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।

অহনা বলেন, ‘আমাকে নেতিবাচক চোখে দেখা হয়। এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।

ভাঙ্গা সংসার নাটকটি রচনা করেছেন জান্নাতারা ফৈরদৌস মিলা, নাটকে রাশে সিমান্ত এর সাথে অহনা রহমান ছাড়াও অভিনয় করেছেন নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভ‚ইয়া, তুহিন খান , সেজতি খন্দকার।

চিত্রগ্রহন করেছেন -মোঃ সুজন, সম্পাদনা কালার করেছেন শামীম হোসাইন। সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

পাথরঘাটায় ‘উপকূল দিবস’ পালিত

জিয়াউদ্দিন আলমের ভাঙ্গা সংসার

জন দেখেছেন : ০৯:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
3

ভার্সেটাইল অভিনেত্রী অহনা রহমান। নিজেকে পর্দায় দারণভাবে মেলে ধরেছেন তিনি। ভিন্ন ধাচের চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাশেদ সীমান্ত। দুই জন্য কাজ করছেন জুটি বেধে একের পর এক ভালো নাটক উপহার দিয়ে যাচ্ছেন ।  কাজ করছেন চ্যালেঞ্জিং সব চরিত্রে তারা দুইজনই। অহনার ইচ্ছা নিজেকে ভিন্নভাবে দর্শকের সামনে মেলে ধরার। তেমনি একটি নাটক ‘ভাঙ্গা সংসার” । এজি পাম্প নিবেদিত ‍জান্নাতার ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলম এর পরিচালনায় ভাঙ্গা সংসার নাটকটি আগামীকাল  বুধবার (২৩ এপ্রিল) বিকেলে  লেজার ভিশনের ইউটিউব  চ্যানেলে রিলিজ হবে।

নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। এই নাটকে শ্বশুর বাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

‘ভাঙ্গা সংসার”পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘নাটকটিকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের পারিবারিক জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। তবুও সমাজে অনেক সময় আমরা নানা নির্যাতনের খবর পেয়ে থাকি। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।

অহনা বলেন, ‘আমাকে নেতিবাচক চোখে দেখা হয়। এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।

ভাঙ্গা সংসার নাটকটি রচনা করেছেন জান্নাতারা ফৈরদৌস মিলা, নাটকে রাশে সিমান্ত এর সাথে অহনা রহমান ছাড়াও অভিনয় করেছেন নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভ‚ইয়া, তুহিন খান , সেজতি খন্দকার।

চিত্রগ্রহন করেছেন -মোঃ সুজন, সম্পাদনা কালার করেছেন শামীম হোসাইন। সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।