সিরাজগঞ্জের উল্লাপাড়া চর মোহনপুর গ্রামস্থ দাসপাড়া থেকে ইয়ারাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২। এসময় তাদের নিকট থেকে ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এরা হলেন,একই গ্রামের পর্বত প্রামাণিকের ছেলে আলামিন ও খবির উদ্দিনের ছেলে মোঃ হাফিজুর রহমান।
মঙ্গলবার দুপুরে র্যাব-১২ অতিরিক্ত পুলিশ সুপারদিপংকর ঘোষ জানায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে উল্লাপাড়া থানা ও সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।