কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দরিদ্র ব্যক্তির চিকিৎসা, মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার অরুণোদয় স্কুল প্রাঙ্গনে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রাপ্ত এবং ২০২৩-২০২৪ অর্থ বছরে অব্যয়িত জেলা সমাজকল্যাণ কমিটির অনুকূলে ১৭৪ জন ব্যক্তির মাঝে সাত লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক,সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক সফিউদ্দীন সফি এবং মো: আব্দুল আউয়াল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা: ছাইদুজ্জামান মজুমদার, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক জেসমিন আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।