টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন। বুধবার (২৩ এপ্রিল) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ সভায় তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. আবিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ওসি মোশারফ হোসেনের কর্মদক্ষতা ও জনসেবামূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করে সভায় জানানো হয়, মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, মামলা গ্রহণ ও রেকর্ডসংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করে বিচারে সহায়তা প্রদানসহ নানামুখী সাফল্যের জন্য তিনি এ স্বীকৃতি লাভ করেছেন।
এছাড়াও মাদক বিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্য মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমানকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি মো. মোশারফ হোসেন বলেন, “এই পুরস্কার আমার জন্য শুধু সম্মানের নয়, বরং আগামী দিনে আরও ভালো কাজের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর মির্জাপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন মোশারফ হোসেন।