নওগাঁ জেলা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শ্রমিকরা মঙ্গলবার বিকেলে জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা সাইফুল আলম স্বপন বলেন, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ২৩৮ সংগঠনের নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অবৈধভাবে ২৬ মাস যাবত জোরপূর্বক ক্ষমতা দখল করে আছে আওয়ামী শ্রমিকলীগ সংগঠনের কিছু নেতারা। এই বিষয়ে সাধারণ শ্রমিকের পক্ষ হতে অবৈধ কমিটির অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি লিফলেট বিতরণ, নওগাঁর ডিসির কাছে স্মারকলিপি প্রদান ও পূর্ব ঘোষিত ১৬ এপ্রিল মানববন্ধন করেছে সাধারণ শ্রমিকরা। এ মানববন্ধনের মাধ্যমে ডিসিকে একটি নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছিল। তারপরও প্রশাসনের পক্ষ হতে অদ্যাবধি পর্যন্ত সাধারণ শ্রমিকরা কোন রকম সহযোগিতা পায়নি। এখনো পর্যন্ত সাধারণ শ্রমিকরা শান্তিপূর্ণ ভাবে অপেক্ষা করছে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
সে সময় অতিবাহিত হওয়ার পরও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী ১লা মে যেহেতু মহান মে দিবস পর্যন্ত আমরা আবারও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। অন্যথায় যেকোনো সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে মানববন্ধনের লক্ষ্যে মাইকিং করার সময় সন্ধ্যার দিকে উক্ত অবৈধ কমিটির দোষররা মাইক ভাংচুর, অটো রিক্সার ব্যাটারী ছিনতাই এবং অটো রিক্সার চালককে মারধর করে। পরে সাধারণ শ্রমিক উক্ত হামলার স্থানে গেলে তারা আমাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা হামলা করে। পরবর্তীতে আরো সাধারণ শ্রমিক সেই হামলার স্থানে আসলে তারা সেখানে থেকে পালিয়ে যায়।
এই বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর সাধারণ শ্রমিকের পক্ষে রাজু আহমেদ মিঠু বাদি হয়ে একটি এজাহার দায়ের করার জন্য আবেদন করেন কিন্তু নওগাঁ সদর মডেল থানা হতে অদ্যাবধি উক্ত এজাহার বিষয়ে পদক্ষেপ গ্রহণের অগ্রগতি সম্পর্কে আমাদের কোন সংবাদ জানা নেই।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য রাজু আহমেদ মিঠু, আলমগীর কবির, মামুন হোসেন মিলন, গোলাম রাব্বানী, আরিফুল ইসলাম, সাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।