বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত সোমবার রাতে পুলিশ নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাশতা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল-রোমান (২৪) কে গ্রেফতার করে। সে নন্দীগ্রাম পূর্বপাড়ার কামরুল হাসানের ছেলে।
তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে। একই রাতে থানা পুলিশ উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ বগুড়া সদর উপজেলার গোবরধনপুর গ্রামের শিপন মিয়া (৩০), নন্দীগ্রাম উপজেলার দেওতা গ্রামের জিয়ারুল ইসলাম (২৩) ও গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের আলিফ হোসেন (২০) কে চুরির অপরাধে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় চুরির অপরাধে একটি মামলা হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু মুসা সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ৪ আসামিকে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।