বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী শতবছরের ঐতিহ্যবাহী ভক্তের মেলার শেষ দিনে পরির্দশ করেন, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। বৃহস্পতিবার বিকেলে তিনি মেলা প্রঙ্গানে উপস্থিত হয়ে মেলা পরির্দশর করেন।
পরে তিনি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রাধন অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, গোপালপুর গ্রামের ঐতিহ্যবাহী ভক্তের মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজে একতা ও শান্তি স্থাপন করে। তিনি আরও বলেন, বিএনপি সব সময় এই ধরনের আয়োজনের পাশে থাকবে। যাতে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে উৎসব পালন করতে পারে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা আব্দুল হাকিম, মাসুদ, ইউপি সদস্য নজরুল ইসলাম, সামছুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহাবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেলা কমিটির সভাপতি নিরমল চন্দ্র প্রামণিক জানান, এই ভক্ত মেলায় প্রতিবছর শুধু পুজা নয়, মানুষের সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে তোলে। হাজারো দর্শনার্থী উপস্থিতে মেলা প্রাণবন্ত হয়ে উঠেছিল। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা গতকাল বৃহস্পতিবার শেষ হয়।