বগুড়ার নন্দীগ্রামে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৪ইং শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষিত ও মেধাবী তরুণদের নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চান। এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আমাদের সমাজের গর্ব। এই পুরস্কার তাদের ভবিষ্যতে আরও ভাল কিছু করার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ৫৮৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এরমধ্য ট্যালেন্টপুলে ৬৪ জন ও বিভিন্ন ক্যাটাগরিতে ৫১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
নন্দীগ্রাম কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও মহাসিচব গোলাম মোস্তফা মতিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ, উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার, সধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম উপজেলা ‘নিরাপদ সড়ক চাই’ সভাপতি জামাল হোসন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ফজলুল হক কাশেম ও সাধারণ সম্পাদক শাবান আলী।
এ সময় উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষক গণ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও প্রাইজমনি প্রদান করেন।