কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার প্রতিবাদে এবং তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উলিপুর বিএনপি’র একটি অংশ। উলিপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা প্রশাসনের চোখের সামনে ঘোরা-ফেরা করলেও তাদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, গ্রেফতার না করে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে পুলিশ প্রশাশন ।
উলিপুরের সব ফেসিস্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবং ছাত্রজনতার হত্যাকারী মদদ দাতাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে জোড় দাবি জানানো হয় ।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, উপজেৃলা বিএনপি’র সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মঞ্জু, ফিরোজ কবীর কাজল, পূজা উদযাপন কমিটির স্বপন কুমার শাহা, শ্রমিকদল নেতা বিপ্লব ওয়াসী যুবদল নেতা নাজমুল হুদা প্রমুখ।বিকেল ৫ টায় সমাবেশ শেষে একটি মিছিল উলিপুর বড় মসজিদের মোড় হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।