দিনাজপুরের হাকিমপুর উপজেলা আলীহাট ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১৮০ বস্তা সাড়ে ৫ টন চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়রা বলেন যারা সরকারি চাল মজুদ করেছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া দাবি যানান।
শনিবার রাত ১১ টায় হাকিমপুর উপজেলার ৩ নং আলিহাট ইউনিয়ন পরিষদের পাশে স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদের চালকল থেকে এইসব চাল জব্দ করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় জানান, আলিহাট ইউনিয়ন পরিষদের পাশের্বর একটি চালকলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করার গোপন সংবাদ আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮০ বস্তায় সাড়ে ৫ টন চাল জব্দ করা হয়েছে। তবে চালকল মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।