বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল আল্লামা মামুনুল হক আওয়ামীলীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষনার দাবী জানিয়ে বলেন, হাজার হাজার মানুষকে গুম ও খুনের অপরাধে শেখ হাসিনাসহ আওয়ামীলীগের সকল নেতাকর্মীর বিচার করতে হবে।
সকলের বিচার শেষে যদি কোন নেতাকর্মী বেচেঁ থাকে, তারা আগামীতে রাজনীতি করার সুযোগ পাবেন। এছাড়া তিনি নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার নিন্দা জানিয়ে , এই কমিশন ইসলামকে কটাক্ষ করেছেন। স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও এমন দুঃসাহস কেউ দেখায়নি। আমরা বিশ্বাস করি ৯০ ভাগ নারী এই প্রস্তাবনার বিপক্ষে রয়েছেন। তাই দ্রুত সময়ের মধ্যে ইসলাম বিরোধী এই প্রস্তাবনা বাতিল করতে হবে। তিনি গতকাল রবিবার দুপরে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের মাসুমপুর খেলার মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে মামুনুল হক বলেন, অল্প সময়ের মধ্যে এই সরকার বিভিন্ন উদ্যোগ রাষ্ট্র মেরামতের চেষ্টা করছেন। গত মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম কমিয়েছেন, লোডশেডিং হয়নি। এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য এসেছে।
খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা ও মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম প্রমুখ।