সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা থেকে ৩,৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২। রবিবার রাত ২টার দিকে জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীত দিকে ঢাকা টু রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে সাইদুল ইসলামের বাড়ীর নিকট থেকে তাকে গ্রেফতার কো হয়। গ্রেফতার হওয়া আসামী মোঃ খোকন মিয়া(৫৫),নোয়াথালী জেলার সুধারামপুর উপজেলার টর ষোলকিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আহম্মেদের ছেলে।
ববিবার দুপুরে সিরাজiগঞ্জ র্যাব-১২ মিডিয়া সেলের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো: উসমানগলণ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান,মাদক বিক্রেতা খোকন মিয়া দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।