কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকা চাওয়ায় মাবুল হোসেন নামের এক মসলা ব্যবসায়ী খুন হয়েছে। ঘটনার পরপরই খুনি আলেফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত বানু শেখের ছেলে মাবুল হোসেন পেশায় একজন মসলা ব্যবসায়ী। বাইসাইকেলে করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মসলা বিক্রয় করতেন। দীর্ঘদিন থেকে একই ইউনিয়নের উত্তর পান্ডুল কুড়ারপাড় গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ঝালমুড়ি ব্যবসায়ী আলেফ উদ্দিন(৬৫) এর কাছে মসলা বিক্রয়ের টাকা পেতো।
পাওনা টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করেন আলেফ উদ্দিন। ঘটনার দিন রোববার(২৭ এপ্রিল) সকালে মাবুল হোসেন মসলা বিক্রয় করার সময় আলেপ উদ্দিনের বাড়ীর সামনে পৌঁছায়। এসময় আলেফ উদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইলে বাক-বিতন্ডা শুরু হয়। এরই এক-পর্যায়ে আলেফ উদ্দিন ক্ষিপ্ত হয়ে ধারালো ছোঁড়া (চাকু) দিয়ে মাবুল হোসেনের পেটের বাম পাশে উপুর্যপুরি আঘাতে গুরুত্বর রক্তাক্ত জখম করে। মাবুলের আত্বচিৎকারে এলাকার লোকজন এসে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মাবুল হোসেনের মৃত্যু হয়। তাৎক্ষনিক এলাকাবাসি আলেফ উদ্দিনকে আটক করে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক আলেফ উদ্দিনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রোববার রাতে নিহত মাবুল হোসেনের স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে, পান্ডুল ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সোমবার(২৮ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি, আসামী আলেফ উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। #