হেফাজতে ইসলাম বাংলাদেশের খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার ২৬ এপ্রিল দোলখোলা ইসলামপুর জামে মসজিদে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি গোলামুর রহমানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা নাসির উদ্দীন কাসেমী, সহ-সভাপতি মাওলানা আসয়াদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন দপ্তরের সম্পাদক ও সহ-সম্পাদকদের নাম ঘোষণা করা হয়।
বৈঠকে প্রতিটি থানা ও ওয়ার্ডে দ্রুত কমিটি গঠন এবং আগামী ৩ মে ঢাকায় হেফাজতের মহাসমাবেশ সফল করার বিষয়ে আলোচনা করা হয়।