কেন্দ্রেীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে চলতি এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কাজী আব্দুল ওয়াজেদ বালিকা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরীক্ষার্থীদের হাতে কলম, পেন্সিল সহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। পরে পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষামান অভিভাবকদের মাঝে বোতলজাত পানি বিতরণ করা হয়।
উপজেলা ও পৌর ছাত্রদলের নেতারা জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মের সাফল্য ও পরীক্ষার্থীদের উৎসাহ দিতেই তারা এই উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় সারাদেশের ন্যায় আমরাও এই কর্মসূচী বাস্তবায়ন করছি বলেও জানা তারা।
এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, ছাত্রদল নেতা-সুজন, জান্নাত, মাহাবুব, আফিফ, রবিউল, আকাশ, আবির, মমিন ও রাফি সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।