গাজীপুরের কালিয়াকৈরে পৃথক এলাকায় মঙ্গলবার দিনব্যাপী চারটি অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এর মধ্যে রং ও বোতলের দুটি অবৈধ কারখানায় নানা কারণে প্রায় ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পালপাড়া এলাকায় শিশা কারখানা ও নিষিদ্ধ পলিথিন কারখানা এবং লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় বোতল কারখানা ও সাকাশ্বর এলাকায় রংয়ের কারখানা দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন এসব প্রতিষ্ঠানের মালিকরা।
খবর পেয়ে মঙ্গলবার দিনব্যাপী এসব অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এ ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী উপপরিচালক মিজানুর রহমান, উপজেলা ভুমি অফিসের নাজির আতিকুল ইসলাম, রাসেল, কালিয়াকৈর থানার এসআই হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযান চালিয়ে পালপাড়া অবৈধ শিশা কারখানায় কাউকে পাওয়া যায়নি। আর পাশের নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর কয়েকদিন আগে মালপত্র নিয়ে চলে গেছে। অপরদিকে সাকাশ^র এলাকায় অবৈধ কারখানায় ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিকেলে লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় অবৈধ নুরুল প্লাস্টিক (বোতল) কারখানার মালিক নূরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন এসব অবৈধ কারখানার পরিবেশের ছাড়পত্র, লাইন্সেস ও মূল্য তালিকা, মোরগ, অন্যান্য বৈধ কোনো কাগজপত্র না থাকায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ জানান, আমরা দিনব্যাপী চারটি অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। এর মধ্যে দুটি কারখানার কাউকে পাওয়া যায়নি। অপর দুই অবৈধ কারখানায় প্রায় ১ লক্ষ টাকা জরিমানা করেছি। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।