নীলফামারী জলঢাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে , নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী ০১আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তিনি জনপ্রিয় একজন নেতা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানি করার জন্যই ওই মামলা দেয়া হয়েছিল। আমরা সরকারের কাছে দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি ও অনতিবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাই তা না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই নেতা।
প্রসঙ্গত, ১৭ বছর আগে আয়কর অধ্যাদেশের মামলায় সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীকে সাজা দেওয়া হয়েছিল। ৮১ লাখ টাকা আয়কর ফাঁকির ওই মামলায় ২০০৮ সালে শাহরিন ইসলাম চৌধুরীকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। অতিসম্প্রতি তিনি দেশে ফিরে আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।