বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামে একটি জুয়ার আসার থেকে গতকাল দুপুরে পুলিশ নয় জুয়াড়িকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জম, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। জুয়াড়ীদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা পুলিশ এবং স্থানীয়রা জানায়, আজ শুক্রবার ২ মে দুপুরে হাটবাটি গ্রামে পরিমল বিশ্বাসের চায়ের দোকানে বসে তারা অর্থের বিনিময়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপস্থিত হলে তারা পালাবার চেষ্টা করে।
এসময় কিসমত ফুলতলা গ্রামের মৃত মিন্টু ডাকুয়ার পুত্র মঞ্জুরুল ইসলাম (৪৬) হাটবাটি গ্রামের হিমাংসু সরকারের পুত্র পলাশ সরকার (৪০) অসিম রায়ের পুত্র অসীত রায় (৩৫) মৃত শোভন বিশ্বাসের পুত্র হিমাদ্রী বিশস (৩৫) মৃত গুরুপদা বিশ্বাসের পুত্র পরিমল বিশাস (৫৫) হোগলবুনিয়া গ্রামের বিমল পালের পুত্র বিপ্লব পাল (৪০) গৌরচদ্র বাহারের পুত্র প্রনব বাহার (৩৫) মৃত অতুল সরদারের পুত্র দীন সরদার (৫০) ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মাড়িয়ালা গ্রামের ইসমাইল মোল্লার পুত্র মোবারক মোল্লা (৩৫) এসময় তাদের নিকট থেকে নগদ ৮৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন. বটিয়াঘাটা থানার বিভিন্ন গ্রামে মাদক এবং জুয়াড়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে পুলিশ বদ্ধ পরিকর কারণে থানার সহযোগীতায় বারআড়িয়া পুলিশ ফাঁড়ি, বাইনতলা ফাঁড়ি এবং ভান্ডারকোট ফাঁড়ির পুলিশ দিনে রাতে পরিশ্রম করে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিবেদিত রয়েছেন। অপরাধ করে কেউই পার পাচ্ছে না।