নওগাঁর পোরশায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলার নিতপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ(ইনসাব) এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সংগঠনের কার্যালয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল করিম প্রমুখ।
অপরদিকে, উপজেলার নিতপুর কপালির মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনে জামায়াতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সাগর আলী, সেক্রেটারী শরিফুল ইসলাম ও সাবেক সেক্রেটারী নুরনবী।