মাগুরা পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক মীর শহীদুল ইসলাম বাবু মীর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম হয়েছে। শুক্রবার ২ মে দুপুরে শহরের ভিটাসাইর এলাকার একটি বাড়িতে দাওয়াত খেতে গেলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ওপর হামলা করে।
তারা দেশী অস্ত্র দ্বারা কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে তাকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
তার পারিবারিক সুত্রের দাবী বর্তমানে তিনি আশংকামুক্ত। রাজনৈতিক প্রতিহিংসার করণে তার ওপর হামলা করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।