ড. আলী রীয়াজ দাবি করেছেন বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা গ্রহণের লক্ষ্যে গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয় বলে।
শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে তিনি এই দাবি করেন।
আলী রীয়াজ বলেন,দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, জাতীয় স্বার্থে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ছাড় দিতেও প্রস্তুত থাকবেন।
সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।
কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ আরও বলেন,ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই। কমিশন কারও প্রতিপক্ষ নয়। সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য।
এ সময় কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে, ভোটের অধিকার হরণ করেছে। আমরা চেষ্টা করছি দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার।
অনির্বাচিত সরকার দীর্ঘ দিন থাকলে সমস্যা হয় উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, এমন একটা ভোটের ব্যবস্থা করুন, যাতে মানুষ বলে আমি আমার ভোট দিতে পারি।