Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সফলভাবে সম্পন্ন হয়েছে।শুক্রবার (২ মে) মানবিক বিভাগভুক্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যবিপ্রবি’র সূত্রে জানা গেছে, এ বছর যবিপ্রবি কেন্দ্রে মোট ৫হাজার ৮শত ৩৯ জন পরীক্ষার্থী আবেদন করেন, যার মধ্যে ৯৫ দশমিক ৯২ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়।

ক্যাম্পাসজুড়ে রোল নম্বর, কেন্দ্র ও ভবনের নির্দেশনা সম্বলিত ডিজিটাল ব্যানার টানানো হয়। এছাড়া নিরাপত্তা উপ-কমিটি, যবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরীক্ষার্থীদের সহায়তায় নিয়োজিত ছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ভর্তি পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরীক্ষার দিন তিনি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

আগামী ৯ মে শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

উলিপুরে গভীর রাতে রড ছাড়াই আরসিসি রাস্তা ঢালাই জনরোষে ঠিকাদার ও লেবাররা পালিয়ে যায়

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

জন দেখেছেন : ০৩:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সফলভাবে সম্পন্ন হয়েছে।শুক্রবার (২ মে) মানবিক বিভাগভুক্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যবিপ্রবি’র সূত্রে জানা গেছে, এ বছর যবিপ্রবি কেন্দ্রে মোট ৫হাজার ৮শত ৩৯ জন পরীক্ষার্থী আবেদন করেন, যার মধ্যে ৯৫ দশমিক ৯২ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়।

ক্যাম্পাসজুড়ে রোল নম্বর, কেন্দ্র ও ভবনের নির্দেশনা সম্বলিত ডিজিটাল ব্যানার টানানো হয়। এছাড়া নিরাপত্তা উপ-কমিটি, যবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরীক্ষার্থীদের সহায়তায় নিয়োজিত ছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ভর্তি পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরীক্ষার দিন তিনি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

আগামী ৯ মে শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।