নীলফামারীর সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের সামনে একটি স্বর্ণের দোকান ভেঙে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। গত সোমবার ২৮ এপ্রিল দুপুরে মেরাজ জুয়েলার্স নামের দোকানে ওই লুটের ঘটনা ঘটে। এনিয়ে স্হানীয় থানায় দোকানের মালিক মেরাজ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
দোকান মালিক মেরাজের অভিযোগ পত্রে জানা যায়, মেহেরুন্নেছা নামের এক নারীর কাছে শিল্প সাহিত্য সংসদ এর পশ্চিম দিকে রেললাইন সংলগ্ন একটি দোকান ভাড়ায় নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। কিন্তু তাদের ওয়ারিশদের ভাগ বন্ঠনের কারনে গত,রোববার দুপুর ১২টা দিকে আরমান হোসেন বাদশার নেতৃর্ত্বে একটি সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকানে থাকা প্রায় ২০ লাখ টাকা মুল্যের গহনা ও নগদ অর্থ নিয়ে যায়। ওই সময় প্রতিবাদ করতে গেলে তারা প্রান নাশের হুমকি দেয়ায় স্হানীয় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।