বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল রবিবার দুপুরে শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে মত বিনিময় ও প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম ও দর্শনের প্রভাব, তার শাহজাদপুরে অবস্থানকাল এবং ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। পরে তিনদিনব্যাপী ১৬৪ তম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপনের কর্মসূচি পালন করতে বিভিন্ন গ্রহণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহারাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।