কেএমপির লবনচরা ও খানজাহান আলী থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে ১’শ ৪৫ গ্ৰাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে । পুলিশ জানিয়েছে, খুলনা মহানগরীরকে মাদকমুক্ত জীবনধারায় ফিরিয়ে আনতে প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে ।
তারই ধারাবাহিকতার অংশ হিসেবে গত ৩ মে শনিবার রাতে কেএমপির লবনচরা থানা পুলিশ খুলনা-মোংলা মহাসড়কের টেক্সটাইল ইন্সটিটিউটের বিপরীত পার্শ্ব থেকে সুদীপ্ত বনিক অর্ক (২০) নামের এক যুবকে এ/পি লবনচরা থানার সুড়িখাল নামক স্থান থেকে ৪৫ গ্ৰাম গাঁজাসহ হাতেনাতে গ্ৰেফতার হয় । ধৃত সুদীপ্ত দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার পাল পাড়া এলাকার প্রশান্ত বণিকের পুত্র।
অপরদিকে খুলনা কেএমপির খালিশপুর থানা পুলিশ গত ৩ মে শনিবার রাতে পথেরবাজার পুলিশ চেকপোস্ট থেকে মিঠু হোসেন (৩০) কে ১০০ গ্ৰাম গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্ৰেফতার করেছে । ধৃত মিঠু যশোর জেলার কোতয়ালী থানার তেঘরিয়া নতুন হাট এলাকার মোঃ লুৎফর রহমানের পুত্র। এব্যাপারে উভয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ভাবে মামলা রুজু করা হয়েছে এবং মাদকের উৎস ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।