কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ৪ মে গভীর রাতে মহেশ্বরপাশা এলাকায় অভিযান চালিয়ে এনআই এ্যাক্ট এর পাঁচ মামলায় ৪ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড ও ৪৮ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী রেবা সুলতানা, স্বামী-জিএম আলী আজম টিটু, সাং-৯/১ মহেশ্বরপাশা বণিকপাড়া, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলাগুলো হলোঃ
১) এসসি-১১৮৩/২২, সিআর-১২৬৯/২০, কোতয়ালী থানা, যশোর, ধারাঃ এনআই এ্যাক্ট-১৩৮
২) এস.সি-১১৮৪/২২, সিআর-৯৮৭/২০, কোতয়ালী থানা, যশোর, ধারাঃ এনআই এ্যাক্ট-১৩৮
৩) এসসি-১৮১১/২১, সিআর-১৩৯৩/২০, কোতয়ালী থানা, যশোর, ধারাঃ এনআই এ্যাক্ট-১৩৮
৪) এস.সি-১৯৭৭/২১, সিআর-১৭৩৭/১৯, কোতয়ালী থানা, যশোর, ধারাঃ এনআই এ্যাক্ট-১৩৮
৫( এস.সি-৬/২৪, সিআর-৫৩/২৩(k), ধারাঃ এনআই এ্যাক্ট-১৩৮(১)।