সিরাজগঞ্জ জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদানের চেক ও পরিবারের জন্য সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।
জেলার বিভিন্ন উপজেলার ১৩ জন শহীদের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের দেয় ১০ শহিদ পরিবারের জন্য ১০লাখ টাকা করে মোট কোটি টাকার সঞ্চয় প্রত্র প্রদান করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম এসময় বলেন,পরবর্তীতে এই শহীদ পরিবারদের জন্য আরো সরকারি বরাদ্দ আসলে আবারো প্রদান করা হবে আমরা দীর্ঘ ১৬ বছর একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম সেই ফ্যাসিবাদ থেকে মুক্ত। এই আন্দোলনে আহত ও নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা সমবেদনা প্রকাশ করি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফসানা ইয়াসমিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন,জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সজিব সরকার এবং যুগ্ম-আহ্বায়ক মুনতাসির মেহেদী প্রমুখ।