দৈনিক যুগান্তর পত্রিকার কম্পিউটার অপারেটর আনিসুর রহমান আনিসের বাড়ির সাদ থেকে আবারো পানির ট্যাংকি ও লোহার পাইপ চুরি সংঘটিত হয়েছে। ৪ এপ্রিল রাতে নীলফামারীর সৈয়দপুর শহরস্থ কয়ানিজ পাড়ায় (দোলা পাড়া) ওই কম্পিউটার অপারেটরের নিজ বাড়ি থেকে এই চুরির ঘটনা ঘটে।
কম্পিউটার অপারেটর আনিসের শ্যালক মাহবুব আলম বলেন, অসুস্থ থাকার কারনে ২০২৪ সালের নভেম্বর থেকে আমার বোন ও ভাগনা বাড়ি ভাড়ায় দিয়ে তারা আমার দুলাভাই আনিসের সাথে ঢাকায় বসবাস করছেন। গত ৪ এপ্রিল ভাড়াটিয়া প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে গেলে গভীর রাতে চোরেরা বিশাল মাপের একটি পানির ট্যাংকি ও লোহার দামী পাইপ নিয়ে যায়। তিনি আরো বলেন, এর আগে গত বছরের ২ নভেম্বর রাতে জানালার গ্রিল কেটে চোরেরা ৩ টি ফ্যান, স্বর্নের গহনা, কাপড়চোপড় সহ নগদ অর্থ নিয়ে সটকে পড়ে। এনিয়ে স্হানীয় থানায় অভিযোগ দিয়েও পুলিশ প্রশাসন কোন ব্যবস্হাই নেন নি।
তিনি বলেন, আমার বোন দুলাভাইয়ের বাড়ির পশ্চিম দিকে একটি ফাঁকা জায়গায় মাদক সেবীরা প্রায় প্রতিদিনই মাদকের আখরা বসায়। আমার সন্দেহ ওই মাদক সেবীরাই বার বার আমার বোন দুলাভাইয়ে বাড়ি চুরি করেই চলেছে। ওইসব মাদক সেবীদের বিরুদ্ধে স্হানীয় থানায় ও এলাকার বাসিন্দাদের অবগত করা হলেও কার্যকর কোন ব্যবস্হাই নেয়া হয়নি। যার ফল শ্রুতিতে আমার বোন দুলাভাইয়ের বাড়িতে আবারো চুরি সংঘটিত হয়েছে। তিনি আরো বলেন, ৫ আগষ্টের পর থেকে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কোন পদক্ষেপই নিচ্ছেন না। ফলে চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে।
এবিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন বলেন, এর আগে অভিযোগ পেয়েছি, কিন্তু অপরাধী স্বনাক্ত করতে না পেরে কেউকেই আটক করা সম্ভব হয়নি।তবে এবারে ওই এলাকার চিহ্নিত অপরাধী কেউই ছাড় পাবে না বলে জানান তিনি।