Dhaka ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাপুরে চালকসহ সিএনজি ছিনতাই, মুক্তিপণ দাবি করে প্রতারণা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের খৈল সুন্দর এলাকা থেকে চালকসহ একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার চালকের নাম আলম মোল্লা (৪৮)। তিনি নগর ভাত গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোদি মোল্লার ছেলে এবং দুই সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে আলম মোল্লা মির্জাপুরের খৈল সুন্দর এলাকা থেকে একটি রিজার্ভ ট্রিপ নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন। দুপুর ১২টার দিকে তার স্ত্রীর মোবাইলে আলম মোল্লার নাম্বার থেকে ফোন আসে। কলার পরিচয় দেয় যে, আলম মোল্লা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এবং স্থানীয় লোকজন তাকে মারধর করে আটকে রেখেছে। তাকে মুক্ত করতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে বলে জানানো হয়। প্রতারক নিজেকে একজন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়।

আতঙ্কিত হয়ে আলম মোল্লার স্ত্রী প্রথম দফায় বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা পাঠান। কিছুক্ষণ পর আরও ১০ হাজার টাকা দাবি করা হলে সেটিও পাঠানো হয়। এরপর থেকেই আলম মোল্লার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি আত্মীয় বাড়িতে থাকায় ফোনে বিষয়টি জানতে পেরেছি। আমরা ইতোমধ্যে মির্জাপুর ও মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য লোক পাঠিয়েছি।”

মির্জাপুর থানার ওয়ার্শী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এএসআই হাবিবুর রহমান জানান, “এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কোস্টগার্ড অস্ত্র ও গোলাবারুদ ও সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক

মির্জাপুরে চালকসহ সিএনজি ছিনতাই, মুক্তিপণ দাবি করে প্রতারণা

Update Time : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের খৈল সুন্দর এলাকা থেকে চালকসহ একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার চালকের নাম আলম মোল্লা (৪৮)। তিনি নগর ভাত গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোদি মোল্লার ছেলে এবং দুই সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে আলম মোল্লা মির্জাপুরের খৈল সুন্দর এলাকা থেকে একটি রিজার্ভ ট্রিপ নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন। দুপুর ১২টার দিকে তার স্ত্রীর মোবাইলে আলম মোল্লার নাম্বার থেকে ফোন আসে। কলার পরিচয় দেয় যে, আলম মোল্লা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এবং স্থানীয় লোকজন তাকে মারধর করে আটকে রেখেছে। তাকে মুক্ত করতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে বলে জানানো হয়। প্রতারক নিজেকে একজন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়।

আতঙ্কিত হয়ে আলম মোল্লার স্ত্রী প্রথম দফায় বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা পাঠান। কিছুক্ষণ পর আরও ১০ হাজার টাকা দাবি করা হলে সেটিও পাঠানো হয়। এরপর থেকেই আলম মোল্লার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি আত্মীয় বাড়িতে থাকায় ফোনে বিষয়টি জানতে পেরেছি। আমরা ইতোমধ্যে মির্জাপুর ও মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য লোক পাঠিয়েছি।”

মির্জাপুর থানার ওয়ার্শী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এএসআই হাবিবুর রহমান জানান, “এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।