সিরাজগঞ্জ বেসরকারি ইকোনমিক জোন বা অর্থনীতি অঞ্চলের বাসিন্দাদের ঘরবাড়ি এবং গাছপালার ক্ষতিপুরনের টাকা আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। তবে কর্মসুুচি পালনের সময় জোনের জিএম স্থানীয় কিছু ব্যক্তি এবং পুলিশ নিয়ে আসাতে তাকে ধাওয়া করে ক্ষতিগ্রস্থরা।
এসময় তিনি নিজ অফিস কক্ষে পালিয়ে আত্মরক্ষা করেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জোন এলাকায় এঘটনা ঘটে। এসময় বিক্ষদ্ধ জমির মালিকরা তাদের পওনা টাকার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের দাবি তাদের পাওরা টাকা না দিয়ে ওই জিএস গোপনে আত্মসাৎ করেছে।
পরে অবস্থার বেগতিক দেখে জিএস ক্ষতিগ্রস্থদের কয়েকজনকে নিয়ে ঘন্টাব্যাপী বৈঠত করে। এসময় অপরদিকে গেটের বাহিরে চলতে থাকে মানববন্ধন। এসময় ক্ষতিগ্রস্থরা জানায় তারা ২০১৭ সাল থেকে জোনের কর্মকর্তাদের পিছনে একাধিকবার এবং জেলা প্রশাসকের অফিসে ঘুরতে ঘুরতে জীবন অতিষ্ট হলেও তারা এখনও ক্ষতিপুরণের টাকা দিচ্ছেনা। বাধ্য হয়ে তারা মানববন্ধন করতে গেরে জিএম পুলিশ দিয়ে তাদের মানববন্ধন বাধা দেয়ার চেষ্টা করে।
এসময় ৭শতাধিক ক্ষদিগ্রস্থ পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে তাদের পাওনা টাকা পরিশোধের জোর দাবি জানায়।জানাগেছে,সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার প্রায় ১ হাজার ৪২ একর জায়গা নিয়ে পুরোদমে চলছে প্রকল্প এলাকার কাজ। কিন্তু নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে বসবাসরতরা ঘরবাড়ি, গাছপালা ও আবাসনের ক্ষতিপূরণের টাকা এখনও বুঝে পাননি বলে অভিযোগ উঠেছে। তবে ইকোনমিক জোন সুত্রে জানাগেছে, ১ হাজার ২০৬টি পরিবারের জন্য বরাদ্দ প্রায় ৪৭ কোটি টাকা জেলা প্রশাসনকে বুঝিয়ে দেয়া হয়েছে। তবে মাটি ভরাট শেষ করে অবকাঠামো নির্মাণ করলেও ঘরবাড়ি, গাছপালা ও আবাসনের ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ তাদের।
এবিষয়ে জোনের জিএম মো: কামাল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। তবে জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন একাধিক মাধ্যমে মানববন্ধন ও ক্ষতিগ্রস্থদের নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য তদবির করছেন।#