র্যাব-৬.খুলনা এবং র্যাব-৯.সিলেট এর যৌথ অভিযানে বাগেরহাট হতে নাবালিকা ভিকটিম উদ্ধার পূর্বক অপহরণকারী চক্রের মূলহোতাকে আটক করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়.ভিকটিম ৯ম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্রী। গত ১২/০৩/২০২৫ ইং তারিখ. সকাল অনুমান ০৯টা ৪৫ মিনিটের সময় ভিকটিম প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হলে বিজয়নগর থানাধীন ৪নং চম্পকনগর ইউনিয়নের গেরারগাঁও সাকিনস্থ ইতালিয়া ভবনের সামনে সিঙ্গারবিল চান্দুরাগামী পাকা রাস্তার উপর পৌঁছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক ১নং আসামি ভিকটিমের মুখ চাপা দিয়া অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে চলে যায়।
ভিকটিমকে অপহরণ করার সময় উপস্থিত সাক্ষীগণ ১নং আসামিকে চিনতে পেরে বিষয়টি ভিকটিমের অভিভাবককে জানালে ভিকটিমের বাবা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে ভিকটিমকে না পেয়ে অপহরণের সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় অপহরণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনার বিষয়টি জানতে পেরে খুলনার র্যাব-৬. সদর কোম্পানি এবং র্যাব-৯.সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল উক্ত ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারের লক্ষ্যে গোয়ন্দো নজরদারী ও অভিযান কার্যক্রম চলমান রাখে।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার ১১ মে র্যাব-৬.সদর কোম্পানি.খুলনা এবং র্যাব-৯.সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার সদর থানাধীন পীরজংগ এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধারপূর্বক উক্ত মামলার এজাহারনামীয় ১নং আসামি মোঃ রিফাত মিয়া (২৪) পিতা- মোঃ হাবির মিয়া.সাং- দক্ষিণ কুট্টাপাড়া, থানা- সরাইল.জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে।
ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।