নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউপির শামুক খোলা গ্রামের যুবদল কর্মী বালু ব্যবসায়ী সালমান খন্দকার হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রোববার ১১ মে সকালে নিহতের ছোট ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২০-২৫ জনকে আসামি করা হয়।
এ ঘটনায় উপজেলার শামুকখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে মো. মশিয়ার রহমান মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ইউনিয়ন যুবদল কর্মী সালমান খন্দকার ৮ মে রাতে স্থানীয় বন্ধুদের নিয়ে পাশের রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করতে যান। এর মধ্যে রাত ১১টার দিকে সালমান বাড়িতে ফিরলেও আবার মোটরসাইকেল নিয়ে বের হন।
পরদিন শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিল থেকে পুলিশ তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।নিহতের ছোট ভাই নাহিদ খন্দকার বলেন, আমার ভাইকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার চাই