মাগুরা শালিখাতে সড়ক দুর্ঘটনায় নিহত ধনেশ্বরগাতী ইউনিয়ন বি.এন.পি নেতা প্রভাষক আলাউদ্দিনের গ্রামের বাড়ি কোটবাগ,গ্রামে মাগুরা জেলা বি.এন.পির যুগ্ম-আহ্বায়ক এ্যাডঃ মিথুন রায় চৌধুরী রবিবার বিকেলে নেতাকের্মীদের নিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বি.এন.পির সদস্য ও শালিখা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট সহ শালিখা উপজেলা বি.এন.পি’ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।পরে তিনি নেতাকের্মীদের নিয়ে
মশাখালি ওয়ার্ড বি.এন.পির অফিস উদ্বোধন করেন।