রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর বিদায় ও সংবর্ধনা এবং লাল গালিচার মাধ্যমে বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে শহিদুল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে ও এলাকাবাসির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইন্সট্রাক্টর, ইউ.আর.সি মো. আজিম উদ্দিন ও ইন্সট্রাক্টর, ইউ.আর.সি মো. মহির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি উপজলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জেসমিন আকতারা, রিদয় কৃষ্ণ বর্মন, প্রভাষক আকতারুজ্জামান, ইউনিয়ন বিএনপি’র আহ্বাক ও ইউপি সদস্য মো.কাজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ফলুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, তিনতেলির স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. কাউছার পারভিন, বিসিএস ক্যাডার মো. রায়হানুল কবীর,রাজশাহী বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. রাফি আকতার রিপা ও মো. লিমা আকতার প্রমূখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, ব্যবসায়ী, চাকুরিজীবি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সার্বিক ব্যবস্থাপনায় অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়। পরে শতাধীক মোটরসাইকেল বহর নিয়ে বিদায়ী প্রধান শিক্ষককে তার নিজ বাসায় পৌছে দেয় এলাকাবাসি। এসময় উপস্থিত সকলেই কান্নায় ভেঙ্গে পড়ে।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শাহিনুর রহমান শাহিন।