কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের মহিষমারী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রুবেল মহিষমারী গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। এদিকে আওয়ামীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা, আতঙ্ক ও ভয়। দেশের বিভিন্ন এলাকায় দায়ের মামলায় তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানা গেছে।
হোমনা থানার এস আই মো. এহসানুল হাসান বলেন, জেলার তিতাস থানার বিস্ফোরক মামলায় হোমনা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আনিসুল ইসলাম রুবেলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।