গাজীপুরের কালিয়াকৈরে পৃথক এলাকায় খাদ্যে ভেজাল ও প্রকাশ্যে ধুমপান বিরুদ্ধে মঙ্গলবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযান চালিয়ে তিন মিষ্টির দোকানের মালিককে ও ধুমপানকারী দুই পথচারীকে প্রায় আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভেজালযুক্ত ৬-৭ মণ মিষ্টি নষ্ট করা হয়।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় হোটেলসহ বিভিন্ন মিষ্টির দোকানগুলোতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ভেজালযুক্ত খাবার তৈরি ও পরিবেশ করা হয়ে আসছে। এসব বিষয়ে বিভিন্ন সময় লিখিত ও মৌখিক অভিযোগ হলেও তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি খাদ্য সংশ্লিষ্টরা। অবশেষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে মঙ্গলবার দিনব্যাপী কালিয়াকৈর বাজার ও শিমুলতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া, উপজেলা ভূমি অফিসের নাজির আতিকুর রহমান, কালিয়াকৈর থানার এসআই ইসমাইল হোসেনসহ উপজেলা প্রশাসন ও খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অভিযান চালিয়ে শিমুলতলী এলাকার অসাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন রং ও কেমিক্যাল মিশিয়ে ভেজালযুক্ত মিষ্টি তৈরি করার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
যা দিয়ে মিষ্টি সামগ্রী তৈরি করা হচ্ছে তা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। এ কারণে সুমন মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১ লক্ষ ও ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একই অভিযোগে কালিয়াকৈর বাজার এলাকায় ইসলামিয়া সুইটমিট নামের এক মিষ্টির দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব দোকানের ভেজালযুক্ত প্রায় ৬ থেকে ৭ মণ মিষ্টি নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে।
অপর দিকে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে দুই পথচারীকে ১০০ টাকা করে মোট ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ জানান, উপজেলার সব এলাকায় খাদ্য নিরাপদ আইনে প্রতিটি দোকানে অভিযান পরিচালনা করা হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ভেজালযুক্ত মিষ্টি তৈরি করায় তিন দোকান মালিককে জরিমানা করা হয়েছে। এছাড়াও মাদক ও তামাকজাত দ্রব্য আইনে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে দুই পথচারীকে ২০০ টাকা জরিমানা করা হয়। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।