গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসৃজন কর্মসূচির (ইজিপিপি) তালিকা থেকে শ্রমিকদের নাম বাদ দেওয়া এবং অর্থ বাণিজ্যের অভিযোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে)সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ডের ১৭ জন শ্রমিক এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্যের যোগসাজশে অনিয়মতান্ত্রিকভাবে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু মৃত ও ৬০ বছরের ঊর্ধ্ব শ্রমিকদের নাম বাদ দেওয়ার কথা থাকলেও, বাস্তবে তালিকা থেকে ১৭ জনের নাম কেটে নতুন ১৭ জনকে যুক্ত করা হয়েছে।
ভুক্তভোগীরা দাবি করেন, এ ওয়াডে মধ্যে মাত্র দুইজন শ্রমিক ৬০ ঊর্ধ্ব। বাকিরা সক্রিয়ভাবে কর্মসূচির আওতায় নিয়মিত কাজ করছিলেন। কিন্তু চেয়ারম্যান তার ছেলে সবুরের মাধ্যমে মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার সহ জনপ্রতি ৫ হাজার টাকা ঘুষ দাবী করে।এ টাকা না দেওয়ায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
তাঁরা আরও বলেন, নতুন করে অন্তর্ভুক্ত শ্রমিকদের সকলেই উৎকোচ দিয়েছেন, যা সম্পূর্ণ অনৈতিক ও দুর্নীতিপূর্ণ। এতে প্রকৃত উপকারভোগীরা কর্মহীন হয়ে পড়েছেন এবং পরিবার নিয়ে সংকটে পড়েছেন।
শ্রমিকদের দাবি, যাঁরা প্রকৃতভাবে মৃত কিংবা ৬০ বছরের ঊর্ধ্ব, কেবল তাঁদের নাম বাদ দেওয়া হোক। পাশাপাশি, অন্যায় ভাবে যাদের নাম বাদ দিয়েছেন এবং অর্থ বাণিজ্যে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মোফাজ্জল হক, মেনছের আলী, নুর নাহার, ফুলমিয়া, রশিদা বেগমসহ একাধিক শ্রমিক। তারা সাংবাদিকদের অনুরোধ জানান, বিষয়টি তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এবং তাঁদের ন্যায্য অধিকার আদায়ে সহায়তা করতে।