নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কমিটি ভেঙ্গে দেয়ার প্রায় ৩ মাস পর উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেছে কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি।
বুধবার (১৪ মে) জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে উলিপুর উপজেলায় মোঃ তারিক আবু আলা চৌধুরীকে আহবায়ক ও মোঃ হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ৯ জন যুগ্ন আহবায়ক হচ্ছেন, ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম দুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মোঃ মহসিন আলী, মোঃ এরশাদুল হাবীব নয়ন ও রমেশ সাহা।
অন্যদিকে, উলিপুর পৌর কমিটিতে নুর মোহাম্মদকে আহবায়ক ও সহঃ অধ্যাপক সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট পৌর আংশিক কমিটি ঘোষণা করা হয়। পৌর বিএনপি’র যুগ্ন আহবায়করা হচ্ছেন, নূরে সাবা স্টার, আজিজুর রহমান মাস্টার, ডাক্তার ইফতেখারুল ইসলাম, এহসানুল করিম প্রিন্স, সিরাজুল ইসলাম সাজু, আব্দুর রাজ্জাক, জমিদার রায়, খোরশেদ আলী, মতলেবুর রহমান মঞ্জু মজিবর রহমান।