Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: সিরাজগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনগুলো।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসাইন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসাইন সবুজ বলেন, সাম্যের রক্ত বৃথা যাবে না। তাকে যারা কুপিয়ে হত্যা করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, সাম্য ছিলেন একজন মেধাবী ছাত্র, আদর্শবান ছাত্রদল নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।
জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী সাম্য মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাম্যের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি ও উল্লাপাড়া সীমান্তবর্তী  উপজেলার সড়াতৈল গ্রামে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: সিরাজগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

Update Time : ০৭:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
সিরাজগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনগুলো।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসাইন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসাইন সবুজ বলেন, সাম্যের রক্ত বৃথা যাবে না। তাকে যারা কুপিয়ে হত্যা করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, সাম্য ছিলেন একজন মেধাবী ছাত্র, আদর্শবান ছাত্রদল নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।
জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী সাম্য মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাম্যের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি ও উল্লাপাড়া সীমান্তবর্তী  উপজেলার সড়াতৈল গ্রামে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।