খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে দুর্বৃত্তদের গুলিতে দিলীপ কুমার সরকার (৫৭) নামে একজন ব্যক্তি আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৫মে আনুমানিক আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে হেলমেট পরে তার ওপর গুলি চালায়। গুলি তাঁর বাম পায়ের হাঁটুর ওপরে লাগে। এ ঘটনার পর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকাল ৯টা ৪০ মিনিটে ।তাকে হাসপাতালের সার্জারি বিভাগে (ওয়ার্ড ১১-১২) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
আড়ংঘাটা থানার ওসি মো: তুহিন উজ্জামান বলেন, দিলীপ কুমারের পায়ে গুলি লাগছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে খুব শ্রীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে