জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বেনারে ৩ দিনের কলম বিরতি পালন করছেন সংস্থাটির কাষ্টমস ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা ও কর্মচারিরা।
এদিকে ঐ কর্মসুচির অংশ হিসেবে আজ বৃস্পতিবার দিনাজপুরের হিলি কাষ্টমসে সকাল থেকে কর্মকর্তা-কর্মচারিরা অফিসে অবস্থান করলেও অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এমনিতেই পন্য আমদানি রফতানি কমে গেছে। তার উপরে কলম বিরতি।
সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পন্য আমদানি ছিলো স্বাভাবিক। এদিকে হিলি কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বেনারে আমরা আছি এবং আমাদের সমর্থন আছে। বৃহস্পতিবার ও শনিবার আমাদের কলম বিরতি চলবে।