কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে চামিলি রাণী নামের এক গৃহবধুর মৃত্যু
হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের
পাড় হবিরপাড়া গ্রামে। স্বজন ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে
বৃষ্টি শুরু হলে চামিলি রাণী (৪৫) বাড়ির বাহিরে খড়ের গাদায় বেঁধে রাখা গরু
আনতে যান। এ সময় বজ্রপাত হলে চামিলি সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন।
সে সময় সাথে থাকা গাভীটিও মারা যায়। পরে প্রতিবেশীরা চামিলি রাণীকে
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষনা করে। চামিলি রাণী ঐ এলাকার মদন বর্মন এর স্ত্রী। তিনি ৩ সন্তানের
জননী বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল
অফিসার মেহেরুল ইসলাম জানান, বজ্রপাতের সময়ই চামিলি রাণী মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস
সামাদ। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, পরিবারের কোন
অভিযোগ না থাকায় মরদেহ দাহনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
শিরোনাম :
উলিপুরে বজ্রপাতে গাভীসহ গৃহবধুর মৃত্যু
-
সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো:
- Update Time : ০৭:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- ১০৮ Time View
Tag :
আলোচিত