Dhaka ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আবাসনব্যবস্থা এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রজেক্ট বাস্তবায়নসহ মোট ৪ দফা দাবিতে। শুধু তাই নয়, দাবি আদায়ে জুমার পর গণঅনশনের ডাকও দিয়েছে তারা।

চার দফা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন তারা। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবারও চলমান থাকবে এই আন্দোলন। শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেবেন শিক্ষকরাও। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন।

তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। শুক্রবার সাবেক বর্তমান শিক্ষার্থী-শিক্ষক সমাবেশ হবে। বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন শুরু হবে।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকালেও কাকরাইল মসজিদের সামনে রাস্তায় কয়েকজনকে শুয়ে থাকতে দেখা গেছে। তারা সেখানেই রাতযাপন করেন। শিক্ষার্থীরা জানান, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে যাবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কোস্টগার্ড অস্ত্র ও গোলাবারুদ ও সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক

জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

Update Time : ০৯:৩৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আবাসনব্যবস্থা এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রজেক্ট বাস্তবায়নসহ মোট ৪ দফা দাবিতে। শুধু তাই নয়, দাবি আদায়ে জুমার পর গণঅনশনের ডাকও দিয়েছে তারা।

চার দফা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন তারা। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবারও চলমান থাকবে এই আন্দোলন। শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেবেন শিক্ষকরাও। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন।

তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। শুক্রবার সাবেক বর্তমান শিক্ষার্থী-শিক্ষক সমাবেশ হবে। বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন শুরু হবে।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকালেও কাকরাইল মসজিদের সামনে রাস্তায় কয়েকজনকে শুয়ে থাকতে দেখা গেছে। তারা সেখানেই রাতযাপন করেন। শিক্ষার্থীরা জানান, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে যাবেন না।