Dhaka ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড়ি ঢলে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ২০ হাজার মানুষ দুর্ভোগে 

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় পাহাড়ি ঢলে ভেঙে গেছে লালকুড়া কাঠের সেতু। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১১টি গ্রামের প্রায় ২০ হাজারের অধিক মানুষ। শনিবার ১৭ মে দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার জিঞ্জিরাম নদীর ওপরে নির্মিত কাঠের সেতুটি হঠাৎ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির স্রোতে ভেঙে যায়।  ফলে গ্রামবাসীরা উপজেলা শহর ও হাট-বাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয়রা জানান, বিগত ২০২৪ সালে রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতুটি নির্মাণ করে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছিল মানুষজন। সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এ অবস্থায় গ্রামবাসীরা প্রশাসনের কাছে যাতায়াতের জন্য দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী জানান, গত কাল শনিবার দুপুরে পাহাড়ি ঢলে কাঠের সেতুটি ভেঙে পড়ায় ২০ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। এসকল মানুষের যাতায়াতের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকেও অবগত করেছি।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার জানান, বিষয়টি আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা আছে ঝড়ে কিংবা অন্য কোন কারণে ক্ষতি হলে সেটি প্রকল্পের মাধ্যমে সংস্কার করতে হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কোস্টগার্ড অস্ত্র ও গোলাবারুদ ও সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক

পাহাড়ি ঢলে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ২০ হাজার মানুষ দুর্ভোগে 

Update Time : ১১:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় পাহাড়ি ঢলে ভেঙে গেছে লালকুড়া কাঠের সেতু। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১১টি গ্রামের প্রায় ২০ হাজারের অধিক মানুষ। শনিবার ১৭ মে দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার জিঞ্জিরাম নদীর ওপরে নির্মিত কাঠের সেতুটি হঠাৎ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির স্রোতে ভেঙে যায়।  ফলে গ্রামবাসীরা উপজেলা শহর ও হাট-বাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয়রা জানান, বিগত ২০২৪ সালে রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতুটি নির্মাণ করে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছিল মানুষজন। সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এ অবস্থায় গ্রামবাসীরা প্রশাসনের কাছে যাতায়াতের জন্য দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী জানান, গত কাল শনিবার দুপুরে পাহাড়ি ঢলে কাঠের সেতুটি ভেঙে পড়ায় ২০ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। এসকল মানুষের যাতায়াতের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকেও অবগত করেছি।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার জানান, বিষয়টি আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা আছে ঝড়ে কিংবা অন্য কোন কারণে ক্ষতি হলে সেটি প্রকল্পের মাধ্যমে সংস্কার করতে হবে।