Dhaka ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ৫শ’ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অব্যাহত অভিযানে ৫০০
গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক শ্রী জয়ন্ত দত্ত (৩৪) নামে এক
চোরাকারবরি আটক হয়েছে। রবিবার দুপরে বিজিবি’র প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে
এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল
সাইফুল্লাহ্ সিদ্দিকী।

শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে স্থলবন্দরের সামনে গাজীপুর জামে মসজিদের
পাশে পাকা রাস্তার উপর এপারের চোরাকারবারীদের রেখে দেওয়া মোটরসাইকেলে
উঠার সময় তাকে আটক করেন বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের টহল দল।

আটককৃত জয়ন্ত দত্ত’ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার
জয়ন্তীপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী
জানিয়েছেন, আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়েছে। সে ভারতীয়
পণ্যবাহী ট্রাকের ড্রাইভার। যার ট্রাক নং-ডব্লিউ বি-২৩সি-২১৪২। ভারতীয়
রপ্তানীকারক জে এস এন্টার প্রাইজের মালামাল নিয়ে সে বৈধভাবে ভারত থেকে
কার পাস এর মাধ্যমে বাংলাদেশে আগমন করেছে। সে উক্ত মাদকদ্রব্য বিক্রয়ের
উদ্দেশ্যে বেনাপোল বন্দরের সামনে গাজীপুর জামে মসজিদের পাশে পাকা রাস্তার
উপর এপাশের চোরাকারবারী চক্রের রেখে দেওয়া মোটরসাইকেলে উঠার সময় আটক হয়।

পরে তার শরীর তল্লাশী ও নিজ হাতে বাহির করে দেওয়া ৫০০ গ্রাম হেরোইনসহ
মোটর সাইকেল আটক করা হয়েছে। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উক্ত হেরোইন এবং
মোটরসাইকেলের সিজার মূল্য ১২ লক্ষ টাকা।

স্থানীয়রা জানান, এপাশের মাদক কারবারী কে? তা এখনও জানা যায়নি। আটককৃত
মোটর সাইকেলের নাম্বার প্লেট অনুযায়ী অনুসন্ধানসহ জয়ন্ত দত্তের সাথে
পূর্বে থেকে ফোনালাপ নাম্বার অনুসন্ধান ও বর্ণনায় এপারের চোরাকারবারীর
নাম উঠে আসা আয়নার মতো পরিস্কার। তবে, তা আদৌ আইনের আওতায় আসবে কি,না’ রয়েগেছে খবরের অন্তরালে। এপারের মাদক কারবারিদের আইনের আদালতে বিচার হোক, এমনটি কাম্য সীমান্তবাসীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব,খুলনার বার্ষিক সাধারণ সভা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বেনাপোলে ৫শ’ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক

Update Time : ০৮:৫৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অব্যাহত অভিযানে ৫০০
গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক শ্রী জয়ন্ত দত্ত (৩৪) নামে এক
চোরাকারবরি আটক হয়েছে। রবিবার দুপরে বিজিবি’র প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে
এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল
সাইফুল্লাহ্ সিদ্দিকী।

শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে স্থলবন্দরের সামনে গাজীপুর জামে মসজিদের
পাশে পাকা রাস্তার উপর এপারের চোরাকারবারীদের রেখে দেওয়া মোটরসাইকেলে
উঠার সময় তাকে আটক করেন বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের টহল দল।

আটককৃত জয়ন্ত দত্ত’ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার
জয়ন্তীপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী
জানিয়েছেন, আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়েছে। সে ভারতীয়
পণ্যবাহী ট্রাকের ড্রাইভার। যার ট্রাক নং-ডব্লিউ বি-২৩সি-২১৪২। ভারতীয়
রপ্তানীকারক জে এস এন্টার প্রাইজের মালামাল নিয়ে সে বৈধভাবে ভারত থেকে
কার পাস এর মাধ্যমে বাংলাদেশে আগমন করেছে। সে উক্ত মাদকদ্রব্য বিক্রয়ের
উদ্দেশ্যে বেনাপোল বন্দরের সামনে গাজীপুর জামে মসজিদের পাশে পাকা রাস্তার
উপর এপাশের চোরাকারবারী চক্রের রেখে দেওয়া মোটরসাইকেলে উঠার সময় আটক হয়।

পরে তার শরীর তল্লাশী ও নিজ হাতে বাহির করে দেওয়া ৫০০ গ্রাম হেরোইনসহ
মোটর সাইকেল আটক করা হয়েছে। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উক্ত হেরোইন এবং
মোটরসাইকেলের সিজার মূল্য ১২ লক্ষ টাকা।

স্থানীয়রা জানান, এপাশের মাদক কারবারী কে? তা এখনও জানা যায়নি। আটককৃত
মোটর সাইকেলের নাম্বার প্লেট অনুযায়ী অনুসন্ধানসহ জয়ন্ত দত্তের সাথে
পূর্বে থেকে ফোনালাপ নাম্বার অনুসন্ধান ও বর্ণনায় এপারের চোরাকারবারীর
নাম উঠে আসা আয়নার মতো পরিস্কার। তবে, তা আদৌ আইনের আওতায় আসবে কি,না’ রয়েগেছে খবরের অন্তরালে। এপারের মাদক কারবারিদের আইনের আদালতে বিচার হোক, এমনটি কাম্য সীমান্তবাসীর।