Dhaka ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে ঝড়-বৃষ্টিতে ফসল,ঘরবাড়ি ও দোকানপাটের ব্যাপক ক্ষতি

প্রবল বৃষ্টিপাত ও ঝড়ে নীলফামারীর সৈয়দপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১৮ মে) রাত ৮ টার পর ঝড়ে উঠতি বোরো ধান নুইয়ে পড়েছে এবং  ঘরবাড়ি সহ একাধিক স্থানে দোকানের চালা উড়ে গেছে। মৌসুমি ফলের ও ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ি ইউনিয়নসহ সৈয়দপুর পৌর এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে করে বোরো ধান ও ভুট্টা ক্ষেত নেতিয়ে পড়েছে।  কোথাও কোথাও জমিতে কেটে রাখা বোরো ক্ষেতে পানিতে তলিয়ে গেছে।  এরফলে কাটা ধানের ক্ষতি হওয়ার সম্ভাবণা রয়েছে।  প্রথমে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামলেও  এরপর শুরু হয় বজ্রসহ ঝড় বৃষ্টি।
১০/১৫ দিনের মধ্যে বোরো ধান কাটা মাড়াই শুরু হওয়ার কথা ছিলো। কিছু জমিতে ধান কেটে রেখেছিল চাষিরা। এসময় বৃষ্টি ও ঝড়ে হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।  শহরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ঝড়ে কয়েকটি দোকান সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের চাল উড়ে গিয়ে বৈদ্যুতিক তারে আটকা পড়ে। ধষে পড়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল। শহরের অনেক স্হানে বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় রাত ২ টা পর্যন্ত শহর সহ উপজেলার সব খানেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিভাগ কর্মীদের অক্লান্ত পরিশ্রমে রাত ৩ টার পর বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষন জানান, মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ শুরু করেছেন। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী জানান, ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য বলা হয়েছে।  আমরা এ ক্ষয়ক্ষতি নিরুপন করে সার্বিক প্রস্ততি গ্রহণ করেছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কোস্টগার্ড অস্ত্র ও গোলাবারুদ ও সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক

সৈয়দপুরে ঝড়-বৃষ্টিতে ফসল,ঘরবাড়ি ও দোকানপাটের ব্যাপক ক্ষতি

Update Time : ০২:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
প্রবল বৃষ্টিপাত ও ঝড়ে নীলফামারীর সৈয়দপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১৮ মে) রাত ৮ টার পর ঝড়ে উঠতি বোরো ধান নুইয়ে পড়েছে এবং  ঘরবাড়ি সহ একাধিক স্থানে দোকানের চালা উড়ে গেছে। মৌসুমি ফলের ও ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ি ইউনিয়নসহ সৈয়দপুর পৌর এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে করে বোরো ধান ও ভুট্টা ক্ষেত নেতিয়ে পড়েছে।  কোথাও কোথাও জমিতে কেটে রাখা বোরো ক্ষেতে পানিতে তলিয়ে গেছে।  এরফলে কাটা ধানের ক্ষতি হওয়ার সম্ভাবণা রয়েছে।  প্রথমে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামলেও  এরপর শুরু হয় বজ্রসহ ঝড় বৃষ্টি।
১০/১৫ দিনের মধ্যে বোরো ধান কাটা মাড়াই শুরু হওয়ার কথা ছিলো। কিছু জমিতে ধান কেটে রেখেছিল চাষিরা। এসময় বৃষ্টি ও ঝড়ে হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।  শহরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ঝড়ে কয়েকটি দোকান সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের চাল উড়ে গিয়ে বৈদ্যুতিক তারে আটকা পড়ে। ধষে পড়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল। শহরের অনেক স্হানে বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় রাত ২ টা পর্যন্ত শহর সহ উপজেলার সব খানেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিভাগ কর্মীদের অক্লান্ত পরিশ্রমে রাত ৩ টার পর বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষন জানান, মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ শুরু করেছেন। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী জানান, ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য বলা হয়েছে।  আমরা এ ক্ষয়ক্ষতি নিরুপন করে সার্বিক প্রস্ততি গ্রহণ করেছি।