গাজীপুরের কালিয়াকৈরে দালাল প্রতিরোধে একটি ইউনিয়ন ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময়
এক দালালকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত দালালের নাম নাঈম হোসেন। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের দালাল।
এলাকাবাসী, ওই ভূমি অফিস ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ভূমি অফিসে সক্রিয় রয়েছেন উমেদার নামের দালাল চক্র। এসব দালালরা কাজ করে দেওয়ার বিভিন্ন প্রলোভনে ভূমি সেবা গ্রহীতাদের কাছ থেকে
অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন। এমন কি এসব দালালদের বিরুদ্ধে বিভিন্ন ভূমি অফিসের বিভিন্ন নথিপত্র ঘাটাঘাটি করার অভিযোগ রয়েছে। এর ধারাবাহিকতায়
সোমবার বিকেলেও উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসে নাঈম হোসেন নামে ওই দালাল অবস্থান করছিলেন। এমন খবর পেয়ে দালালদের প্রতিরোধে ওইদিন সন্ধ্যায় ওই ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি অফিসের নাজির আতিকুল ইসলাম, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কালিয়াকৈর থানার পুলিশসহ কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা।
অভিযান চালিয়ে নাঈম নামে ওই দালালকে আটক করা হয়। পরে তাকে দুই দিনের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান,
ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ফিরে আনার জন্য ও ভূমি অফিসকে দালালমুক্ত করার জন্য পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়ন ভূমি অফিসে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।