“সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারী-২০২৫ উপলক্ষে গত ১৯ এপ্রিল ২০২৫ খ্রি. হতে কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা, সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম এমন তরুণদের নিয়োগ দেওয়ার লক্ষ্যে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় অদ্য ২০ মে ২০২৫ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় অত্যন্ত মনোরম পরিবেশে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়ার সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার- ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে লিখিত পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করেন। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল),ঝিনাইদাহ, মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল),যশোর।
উক্ত পরীক্ষা ডিউটিতে আরো উপস্থিত ছিলেন, ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়াসহ নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।