বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ এপ্রিল) রাতে পুলিশ উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে নন্দীগ্রাম পৌর এলাকার রহমান নগরের মৃত আব্দুল আজিজের ছেলে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ফারুক দীর্ঘদিন পলাতক ছিল। তার বিরুদ্ধে চারটি মামলা চলমান রয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।