মাগুরা পৌর এলাকার ইটখোলায় রোজা ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রে “মাদকের ক্ষতিকর প্রভাব নিরসনে যুব সমাজের সংশ্লিষ্টতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সোমবার দুপুরে দিনব্যাপী এ সেমিনারে সভাপতিত্ব করেন এডাব মাগুরা জেলা শাখার সভাপতি জনাব কাজী কামরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাই তাদের মাদক থেকে দূরে রাখা আমাদের সকলের দায়িত্ব।”
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ, শিক্ষার্থী ও যুব সমাজের নেতৃবৃন্দ।